৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই স্বাস্থ্য কর্মকর্তা আটক

৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় দিনাজপুর। তারা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদক অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও সহকারী উপ-পরিচালক আহসানুল হাবিব পলাশের নেতৃত্বে দুদকের একটি দল তাদের আটক করেন। 

আবু হেনা আশিকুর রহমান জানান, ২০১৮-১৯ অর্থবছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে বিভিন্ন খাতের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। পরে এবিষয়ে তদন্ত করে ৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। এঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারীসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে দু’জনকে আটক করা হয়। বাকি দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।