ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগ

 

বাদপড়া মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেন

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের  স্থানীয় একটি হোটেলে তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধারা এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার আমিনুল ইসলাম বুলু অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় পাঁচ-ছয়  বছর বয়সী শিশুকেও এখন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে  যুদ্ধে অংশ নেয়নি এমন ব্যক্তিকেও রাখা হয়েছে এই তালিকায় । জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাড.নুরুল হক, অ্যাড তহিদুল ইসলাম ও নুরুল হক বোমবার্ডকে তালিকায় রাখা হয়নি। তবে মুক্তিযুদ্ধ করেননি এমন অনেকের নাম তালিকায় রয়েছে।

রংপুর ৬ নং সেক্টরে যুদ্ধ করা নজরুল ইসলাম ও তার ব্যাচের আরেকজন মুক্তিযোদ্ধা দাবিদার কাগজপত্র দেখিয়ে জানান, তারা পুলিশের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। পাকিস্তান পুলিশ বাহিনীর সব রকম সুযোগ সুবিধা বর্জন করেন। এসব প্রমাণ দেখানোর পরও তাদেরকে তালিকায় রাখা হয়নি।

মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরে অংশ নেওয়া দাবি করা মুক্তিযোদ্ধা রবি ওরাঁও আক্ষেপ করে বলেন, জীবন সায়াহ্নে এসে আর কত পরীক্ষা দিলে আমি মুক্তিযোদ্ধা হবো? প্রশ্ন করেই তিনি কান্নায় ভেঙে পড়েন।