৩২৯টি টেক‌নিক‌্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে অ‌ভিনন্দন

৩২৯টি টিএস‌সি স্থাপন প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে অ‌ভিনন্দন

কা‌রিগ‌রি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপ‌নে ‘উপ‌জেলা পর্যা‌য়ে ৩২৯টি টেক‌নিক‌্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক মেগা প্রকল্প‌ একনেকের সভায় অনু‌মোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জা‌নি‌য়েছে কুড়িগ্রামের চিলমারী টেক‌নিক‌্যাল অ্যান্ড বিজ‌নেস ম‌্যা‌নেজ‌মেন্ট কলেজ।

র‌বিবার (২৬ জানুয়া‌রি) সকা‌লে ক‌লেজ প্রাঙ্গণ থেকে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়ে উপ‌জেলার বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কা‌ছে প্রধানমন্ত্রী বরাবর এক‌টি‌ অভিনন্দন বার্তা পেশ ক‌রে প্রতিষ্ঠান‌টি। ক‌লেজ অধ‌্যক্ষ ম‌শিউর রহমা‌নের নেতৃত্বে ক‌লে‌জ শিক্ষক ও শিক্ষার্থীরা‌ র‌্যা‌লি‌তে অংশ নেন।

প্রসঙ্গত দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশের উপজেলাগুলোয় ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের ব্যয় ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লাখ টাকা।