রাজাকারের বিতর্কমুক্ত তালিকা তৈরির কাজ চলছে: মোজাম্মেল হক

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের  তালিকা প্রণয়নের জন্য যাচাই-বাছাই চলছে। এছাড়া নির্ভুল ও রাজাকারের বিতর্কমুক্ত তালিকা প্রণয়নে গবেষকসহ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে শিগগিরই তালিকা প্রকাশ করা হবে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০০৪-০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জামুকার আইন লঙ্ঘন করে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা ভুক্ত করা হয়েছে। এখন সেই কাজগুলো যাচাই-বাছাই করতে হচ্ছে। রাজাকারের নির্ভুল ও বিতর্কমুক্ত তালিকা প্রকাশের কাজে গবেষক ও এই সংক্রান্ত কাজে নিয়োজিতদের আলোচনা করে খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে। এজন্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে যাচাই-বাছাই কমিটির সভাপতি করা হয়েছে।’