রাইস মিলে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছেঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়‌নের একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ৯ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজাগাঁও গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সোলায়মান আলী (৪০)। তার বাড়ি রাজাগাঁও গ্রামে। আহতরা হলেন— মিল মালিক রুহুল আমীন (৬০), মমতাজ (৪২), বাদল (২৮), জহুরুল (৪৫), আরিফ (৮), আরফিনা (১৫), নৃপেন চন্দ্র রায় (২৮), তুলসি বর্মন (২৯) ও লাকী বেগম (৪০)। এরা সবাই চাতাল শ্রমিক।

আহতদের চিকিৎসা চলছেস্থানীয়রা জানান, রবিবার সকালে রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাসকিং মিলের শ্রমিকেরা প্রতিদিনের মতো ধান সিদ্ধের কাজ করছিলেন। এ সময় মিলের ভেতরে হঠাৎ বিকট শব্দে ব্য়লার বিস্ফোরণ ঘটে। এতে মিলের চিমনি প্রায় ২০০ গজ দূর ছিটকে বা‌দিয়া মা‌র্কে‌টের পাশে গি‌য়ে প‌ড়ে। এসময় ব্য়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই সলেমান আলী মারা যান।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল বলেন, ‘আহতরা শঙ্কা মুক্ত।’

সদর থানার ওসি (তদন্ত) গোলাম মতুর্জা ব‌লেন,‘রাইস মিলের বয়লারের কোনও ত্রুটি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’