দোলযাত্রা উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

01হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ কুমার বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার লেন্স নায়েক মানিক হোসেনের কাছে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা জানান। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোলযাত্রা উৎসব উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলে আসছে। এতে করে আমাদের দু’বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।’