সৌদি প্রবাসী ভর্তি হচ্ছেন শুনে হাসপাতাল থেকে পালালেন রোগীরা

1

সৌদি প্রবাসী এক অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে শুনে হাসপাতাল ছেড়ে চলে গেছেন ভর্তি থাকা ৩৮ রোগী। গত শুক্রবার (২০ মার্চ)  রাতে লালমনিরহাট সদর হাসপাতালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে দেশে ফেরা ওই নারীর (২৮) বাড়ি সদর উপজেলায়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মঞ্জুর মোর্শেদ বলেন, শুক্রবার  হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১০০ শয্যার বিপরীতে ১৩৪ জন রোগী (মেঝেতে পাতা শয্যাসহ) ভর্তি ছিলেন। এই সংখ্যক রোগী হাসপাতাল থেকে দেওয়া খাবার গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ‘হাসপাতালে সৌদি প্রবাসী একজন নারী অসুস্থ অবস্থায় ভর্তির জন্য আসছেন-এমন তথ্য পেয়ে আমরা আইসোলেশন ওয়ার্ডের শয্যা প্রস্তুত করছিলাম। এমন অবস্থায় রাত ১০টা থেকে ১১টার মধ্যে হাসপাতালে ভর্তি থাকা ৩৮ জন রোগী কাউকে কিছু না বলে চলে যান।’

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, ‘ধারণা করছি, সৌদি প্রবাসী রোগী ভর্তির কথা শুনে ওই ভর্তি রোগীরা পালিয়ে গেছেন। যদিও শেষ পর্যন্ত জানা গেছে, ওই নারীর হোম কোয়ারেন্টিনের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি গত ২৭ ফেব্রুয়ারি থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন।’ তিনি আরও বলেন, ‘এলাকাবাসী ফোন করে ভুল তথ্য দেওয়ায় এই বিপত্তি ঘটেছে।’

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম এবং লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় ভর্তি হওয়া ৩৮জন রোগীর পালিয়ে যাওয়ার ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এত সংখ্যক রোগী একসঙ্গে এভাবে চলে যাওয়া নজিরবিহীন ঘটনা। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, বিষয়টি আমি শুনেছি। হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।