ডাক্তারদের পিপিই দিলো ছাত্রলীগ

Kurigram Sattra League Help for Protection Corona photo- 28.03.2020করোনাভাইরাস বিস্তার রোধে কুড়িগ্রাম সদর উপজেলার ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক দিয়েছে জেলা ছাত্রলীগ। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামের হাতে এই পিপিই ও মাস্ক তুলে দেয় ছাত্রলীগ নেতারা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের সামনে এসব সামগ্রী প্রদান করা হয়। জেলার সদর উপজেলায় কর্মরত কমিউনিটি লেভেলের স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য ২৫০টি মাস্ক ও ১০টি পিপিই দেওয়া হয়।

এই ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দেওয়া এসব মাস্ক ও পিপিই সদর উপজেলার কমিউনিটি লেভেলের স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। তারা এসব ব্যবহার করে করোনাভাইরাস বিস্তার রোধে জনসচেতনতামূলক কাজ করবেন।’

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আল মোস্তাকিম বিল্লাহ, মেহেদী হাসান, রাব্বি, যুবায়ের, ফাহিমসহ আরও অনেকে।