ছেলের জন্মদিনে অভুক্তদের খাওয়ালেন এক বাবা

ছেলের জন্মদিনের খাবার তুলে দিচ্ছেন সেই বাবাপ্রতিবারই বাসায় ঘটা করে ছেলের জন্মদিন পালন করেন নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী। দাওয়ার করা হয় আত্মীয়-স্বজনদের। এবার করোনার ইস্যু, তারওপর আবার রয়েছে সামাজিত দূরত্ব বাজায় রাখার বিষয়। তাই বলে কি উদযাপন হবে না ছেলের জন্মদিন। তাইতো এবার ব্যতিক্রমভাবে ছেলের জন্মদিন পালন করলেন ওসি নবী। ১৫০ জন রিকশা ও ভ্যানচালককে খাইয়ে ছেলের পঞ্চম জন্মদিন পালন করলেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাসায় রান্না করা খিচুড়ি জেলা শহরের প্রধান সড়কের ধারে দাঁড়িয়ে নিজে বিতরণ করেন ওসি।

জেলা শহরে নিউ বাবুপাড়ার ভ্যানচালক রহিদুল ইসলাম বালু বলেন, ‘গত সাতদিন ধরে শহরের দোকান বন্ধ। মানুষজন না থাকায় আমরা প্রায় কর্মহীন পড়েছি। রোজগার না থাকায় কষ্টের মধ্যে দিন যাচ্ছে। কোর্ট চত্বর দিয়ে যাওয়ার সময় খাবার প্যাকেট বিতরণ করতে দেখে এগিয়ে যাই। আমিও একটি খাবার প্যাকেট পাই। পরে জানলাম ওই স্যারের ছেলের জন্মদিন। সমার্থবানরা বাড়িতে আয়োজন করে জন্মদিন পালন করেন। তিনি তা না করে মানবসেবায় এগিয়ে এসেছেন।’

ওসি (তদন্ত) বলেন,  ‘আমার ছেলে রাইয়ান আল আবিদের পঞ্চম জন্মদিন উপলক্ষে বাসায় কোরআনখানি মিলাদ-মাহফিলসহ নানা আয়োজন থাকে প্রতিবারই। দেশের বর্তমান পরিস্থিতে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই এবারে ছেলে এবং পরিবারের সদস্যদের সম্মতিতে ১৫০ জন রিকশা ও ভ্যানচালকের মাঝে দুপুরের খাবার বিতরণ করে জন্মদিন পালন করলাম।’