বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের নির্দেশ মেনে তারা বাড়িতে আছেন এজন্য প্রায় ১৫ দিন ধরে তারা কর্মহীন। সরকার থেকে বিভিন্ন স্থানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার কথা বলা হলেও তারা আজ পর্যন্ত কোনও ত্রাণ পায়নি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধর্ণা দিয়েও কোনও কাজ হয়নি। ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, প্রতিটি ইউনেয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে দরিদ্র কৃষক, দিনমজুর ও কর্মহীন মানুষদের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ বাদ পড়বেন না। প্রত্যেকটি অসহায় পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।