রংপুরে করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

মৃত একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছেকরোনার উপসর্গ নিয়ে রংপুরে এক ব্যবসায়ী ও পিডিবির অবসরপ্রাপ্ত ফোরম্যান মারা গেছেন। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবলু বনিক বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার (১৬ মে) নিউ সেনপাড়া বাড়িতেই তিনি মারা যান। একইদিন রাতে নগরীর শালবন এলাকার পিডিবির অবসরপ্রাপ্ত ফোরম্যান জহুরুল ইসলাম টুলু করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার অ্যাজমা ছিল।

রংপুরের সিভিল সার্জন জানান, তারা দু’জনেই করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।