অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিলেন সেনা সদস্যরা

সেনা সদস্যরা ঘর নির্মাণ করছেননীলফামারীতে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে পড়া এক অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (২২ মে) দুপুরে জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ী গ্রামের বৃদ্ধা মরিয়ম বেগমের (৭০) ঘর নির্মাণ করে দেন তারা।

মরিয়ম বেগম বলেন, 'ঝড়ে আমার ঘর ভেঙে যায়। আমার তো স্বামী-সন্তান কেউ নেই। ঘর ঠিক করার জন্যে চেয়ারম্যানের কাছে কান্নাকাটি করেছি। পরে সেনাবাহিনীর ছেলেরা নতুন ঘর বানিয়ে দিয়েছে।'

কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক দিপু বলেন, 'ঘূর্ণিঝড়ে বৃদ্ধা মরিয়ম বেগমের ঘর ভেঙে যাওয়ার খবর আমি সেনাবাহিনীকে জানাই। পরে তারা এসে নতুন টিন, বাঁশ কিনে একটি ঘর তৈরি করে দিয়ে যায়।’

তিনি আরও জানান, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে মরিয়ম বেগম একটি ঘরে একা বাস করে আসছেন।

খোলাহাটি সেনানিবাসের ক্যাপ্টেন তানজিম রহমান বলেন, ‘দেশের সব দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে। করোনা মোকাবিলায় আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মানুষকে সচেতন করছি। অসহায়দের মাঝে খাদ্য ও চিকিৎসা দিয়ে আসছি। কোথায় কী সমস্যা হচ্ছে, তা জানতে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছি।’