বিরামপুরে একদিনে শিশুসহ চার জন করোনা পজিটিভ

 

করোনাভাইরাস

দিনাজপুরের বিরামপুরে একদিনে নতুন করে শিশুসহ চার জন করোনা আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্টে চার জনের করোনা পজিটিভ এসেছে। এনিয়ে এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে বিরামপুরে আসা এমন ব্যক্তিদের দুদিন আগে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট আসে। এতে শিশুসহ নতুন চার জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১০ বছরের একটি শিশু রয়েছে।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন আক্রান্ত ব্যক্তিদের সবাইকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের বাড়িগুলোকে লকডাউন করা হবে। আগের আক্রান্তরাও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। তাদের নিয়মিত মনিটর করা হচ্ছে।’