মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু

বজ্রপাত



দিনাজপুরের বীরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে বাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া কালু সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রবল বর্ষণের সময় বাড়ির পাশের জমিতে জাল দিয়ে মাছ ধরতে যায় বাবুল। এ সময় বজ্রপাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক সরকার বলেন, বজ্রাঘাতে বাবুল ইসলামের শরীরের এক পাশ ঝলসে গেছে।


এদিকে, দুপুরে জেলার সদর উপজেলার চকদেউতর এলাকায় আত্রাই নদীর তীর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, সকালে নদীর কিনারে বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকবাসী। পরে পুলিশ গিয়ে বস্তার ভেতর থেকে পা বাঁধা একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।