নীলফামারীতে নতুন করে দুই জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসনীলফামারীতে নতুন করে দুই জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টার নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) রাত ৮টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট ৪২৫ জন করোনা আক্রান্ত হলেন।

নতুন আক্রান্ত দুজন হলেন—সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব গুড়গুড়ি গ্রামের একজন নারী (৪২) এবং ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের একজন (৩৮)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার পর্যন্ত নীলফামারী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২৫ জন। এর মধ্যে সদরে ১৫০ জন, জলঢাকায় ৭৯ জন, সৈয়দপুরে ৬৫ জন, ডিমলায় ৫২ জন, ডোমারে ৪৩ জন ও কিশোরীগঞ্জে ৩৬ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৩১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন।