ইউএনও, মেয়রের পর এবার এসি ল্যান্ডের করোনা

Birampur Pic 1-8-2020দিনাজপুরের বিরামপুরে ইউএনও, মেয়রের পর এবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১ আগস্ট) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, এসি ল্যান্ড গতকাল শুক্রবার (৩১ জুলাই) করোনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। আজ শনিবার তার করোনা শনাক্ত হয়। তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

ডা. সোলায়মান হোসেন মেহেদী আরও জানান, এর আগে গত বুধবার ইউএনও পরিমল কুমার সরকার করোনায় আক্রান্ত হন। বিরামপুরের পৌর মেয়রসহ উপজেলার এই পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিরামপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে ,এসি ল্যান্ড মুহাসিয়া তাবসসুম সম্প্রতি বিরামপুরে যোগদান করেন। যোগদানের পর থেকেই বিরামপুরে করোনা প্রতিরোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে সরাসরি মাঠে নেমে কাজ করতে থাকেন।