বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

কারাম উৎসব


বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো আদিবাসীদের ঐতিহ্যবাহীদের কারাম উৎসব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতভর গ্রামের আখড়ায় পুঁতে রাখা কারাম (খিল কদম) ডালকে ঘিরে নাচ-গান হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আখড়া থেকে কারাম ডাল উঠিয়ে গ্রামের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে শেষে গ্রামের পুকুরে বিসর্জন দেয়।

কারাম উৎসব

প্রতিবছর ভাদ্র মাসে মঙ্গলের প্রতীক কারাম গাছকে ঘিরে ওঁরাও, মুণ্ডাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ উৎসবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে। 

কারাম উৎসব

সদরের পাঁচপীরডাঙ্গা গ্রামে সন্ধ্যার পর পূর্জা আর্চনা শেষে স্বজনদের নিয়ে বাড়ির উঠনেই কারাম উৎসবের শুরু হয়। এ উৎসবকে ঘিরে সালন্দর ইউনিয়নের আশপাশের গ্রাম জামুরীপাড়া, মজাতিপাড়া, তেলিপাড়াসহ ৫টি গ্রামের মানুষ তাদের নাচ দেখতে ভিড় জমায়। এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সৌহার্দপুর্নভাবে বরণ করেন আদিবাসী মেয়েরা।

কারাম উৎসব 

জেলা আদিবাসী পরিষদের তথ্যমতে, জেলায় ৯টি স্থানে কারাম উৎসব অনুষ্ঠিত হয়। আর জেলায় ৬৮ হাজার আদিবাসী মানুষের বাস।