অতিবৃষ্টি ও উজানের ঢলে দিনাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

দিনাজপুরউজান থেকে নেমে আসা ঢল আর টানা বর্ষণে দিনাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) অনেকের বাড়ির উঠান তলিয়ে গেছে। তবে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় দ্রুত পানি নেমে যাচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০ মিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩৩ দশমিক ৬০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫ মিটারের বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ৫৮মিটার এবং ইছামতি নদীর পানি ২৯ দশমিক ৯৫ মিটারের বিপরীতে ২৯ দশমিক ৩৩ মিটার ওপরে অবস্থান করছে। নতুন করে বৃষ্টিপাত না হলে বন্যার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহবুবুর রহমান বলেন, ‘রবিবারের চেয়ে আজ সোমবার পানি নিচে নেমে যাচ্ছে।’