‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন’

8শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি নির্ভর দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। কৃষি ও কৃষক বান্ধব বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কৃষি উপকরণ কৃষকদের নিকট সহজলভ্য করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন ধনিপাড়া এলাকায় পঞ্চগড়ে দশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সারের বাফার গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, চিনিকলগুলো বন্ধ কিংবা শ্রমিক ছাঁটাই করা হবে না। বরং চিনিকলগুলোকে আধুনিকায়ন ও বিকল্প আয়ের ব্যবস্থা করে এগুলোকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেন, আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী নতুন ট্রেন চালু হবে। এটা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনে দাবি ছিল। নতুন নতুন শিল্প গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিকে টেকসই করতে হলে কৃষি শিল্প সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।