পুলিশ জানায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কসাইটারী এলাকায় স্বামীর বাড়িতে থাকেন ভুক্তভোগী ওই নারী। গত বুধবার তিনি বাসে করে স্বামীর বাড়ি থেকে রংপুর সদরে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ফোনে যোগাযোগ করে সাজু নামে দূরসম্পর্কের এক আত্মীয় কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজের কাছে ওই গৃহবধূর সঙ্গে দেখা করে। সন্ধ্যায় কথা আছে বলে সাজু তাকে বেইলি ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং সাজুসহ তার চার সহযোগী গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ বেইলি ব্রিজ বাজারে এসে স্থানীয়দের ঘটনা জানান। এরপর ওই গৃহবধূ ৯৯৯-এ ফোন দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার বর্ণনা শেষে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজু, রাজু আহমেদ, আহসান কবির সোহান ও শুভ মিয়া নামে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই গৃহবধূ সাজুসহ ৫ জনের নামে মামলা করেছে।
ওসি মাসুমুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।