দিনাজপুর পৌর নির্বাচন: আ. লীগের মেয়র প্রার্থীকে শোকজ

 

আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় দিনাজপুর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাশেদ পারভেজকে শোকজ করেছে নির্বাচন কর্মকর্তা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি)  বিকেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় তাকে শোকজ করা হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে এই সমাবেশ করার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শোকজ-লেটার

অভিযোগকারী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট মেহেরুল ইসলাম বলেন, জনগণের রাস্তা বন্ধ করে সমাবেশ করার জন্য আমি এই অভিযোগ দিয়েছি। অ্যাডভোকেট মেহেরুল ইসলামের দায়েরকৃত এই অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘দিনাজপুরস্থ মর্ডানমোড়ে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রাশেদ পারভেজ তার নির্বাচনি জনসভার জন্য বিশাল মঞ্চ তৈরি করেছে এবং সকাল ১০টা থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র মডার্ন মোড়ের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে জনসাধারণের চলার পথে বাধার সৃষ্টি করছে। এছাড়াও রাত ৮টার পর শত শত হোন্ডা, কার ও মোটরসাইকেল নিয়ে বিকৃত নির্বাচনি প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। এমনভাবে চালিয়ে যাচ্ছে যা জনমনে বিভ্রান্তি ও বিরক্তির সৃষ্টি করছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে।

এমনকি নির্বাচন কমিশনারসহ থেকে যেন তাকে সহযোগিতা করছে। এমতাবস্থায় বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যতে যেন এরকম নির্বাচনি বিধিমালা লঙ্ঘনের বিষয় না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রার্থী রাশেদ পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘কী বিষয়ে শোকজ করা হয়েছে তার কোনও চিঠি পাইনি। চিঠি পেলে জবাব দেবো।’

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা শহরের কেন্দ্রস্থল মর্ডান মোড়ে রাস্তার ওপর স্টেজ সাজিয়ে এবং রাস্তার ওপর চেয়ার সাজিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী; মুজিববর্ষ উপলক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী রাশেদ পারভেজ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দিনাজপুর

জেলা শাখার আয়োজনে এই সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।