কলেজছাত্রকে হত্যার ঘটনায় মামলা, দাফন সম্পন্ন 

পঞ্চগড়ের আটোয়ারীতে কলেজ ছাত্র ফাহিদ হাসান সিফাত (১৮) হত্যার ঘটনায় আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। সিফাতের বাবা সফিকুল ইসলাম শনিবার রাতে বাদী হয়ে ৪ জনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আটককৃতদের গ্রেফতার দেখিয়েছে।

মামলায় আটককৃতরা হলেন মতিউর রহমান মতি, তার বাবা মোখলেছার রহমান, মা ময়না বেগম ও মতিউরের চাচাতো ভাই লিমন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দিপেন জানান, মামলায় ৪ আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক এস এম মাহাবুব ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয়েছে। আদালতে মূল আসামি মতিউর ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে সব আসামিকেই জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে পরে রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সিফাতের লাশ শনিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিফাতের বাবা সফিকুল ইসলাম জানান, ছেলের লাশ পাওয়ার পর রাতেই পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজের ৫ দিন পর শনিবার (৯ জানুয়ারি) আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় নিহতের বাড়ির ২০০ গজ উত্তরে একটি ক্ষেতের মাটি খুঁড়ে সিফাতের লাশ উদ্ধার করে র‌্যাব-১৩।