বীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মোবাইল প্রতীকের মোশাররফ হোসেন বাবুল ৩ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের নূর ইসলাম নূর পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।

এছাড়া নির্বাচনে জগ প্রতীকে সাবেক মেয়র (জামায়াত নেতা) মোহাম্মদ হানিফ পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট, ধানের শীষ প্রতীকে মোকারম হোসেন পেয়েছেন ৯৯৮ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম পেয়েছেন ২৬৬ ভোট।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বীরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৫৪৫ জন। ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ১২ হাজার ৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে।