ভীতি উড়িয়ে হাসিমুখে টিকা নেন এমপি মজাহারুল, ডিসি সাবিনা

পঞ্চগড়ে সকাল সাড়ে ১১টায় আধুনিক সদর হাসপাতালে শুরু হয় গণটিকাদানের আনুষ্ঠানিক কার্যক্রম। টিকাদান কেন্দ্র উদ্বোধনের পর হাসতে হাসতেই নিজেই প্রথম টিকা নেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। এসময় তিনি বিজয় চিহ্ন দেখাতে থাকেন। কোনও রকম শারীরিক প্রতিবন্ধকতা না হওয়ায় তিনি সবাইকে সরকারের এই মহতী উৎসবে শরিক হওয়ার আহ্বান জানান।
এরপর পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, প্রথম দিনে পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল টিকাদান কেন্দ্র ও চার উপজেলার ৪টিসহ মোট ৫টি কেন্দ্রে মোট ৩৭০ জনকে করোনার টিকা দেওয়া হয়। লোকজনের টিকা নেওয়ার আগ্রহের ওপর টিকাদান কেন্দ্র বাড়ানো হবে। এ পর্যন্ত জেলায় মোট ১০৩৩ জন করোনার টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।