অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পীরগঞ্জ-পঞ্চগড় রেলরুটের সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে।

পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এস এম মুক্তারুল ইসলাম বলেন, ‘সকালে পীরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী মেইল ট্রেন সেনুয়া নামক স্থানে পৌঁছালে ওই যুবক টেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

জেলায় গত এক মাসে অরক্ষিত রেলে এটা চতুর্থ মৃত্যুর ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এসব অনাকাঙ্খিত মৃত্যুর পরও রেললাইনের দু’পাশে কাঁটাতার দেওয়া বা রেলগেট তৈরি করে সেখানে পাহারার কোনও সরকারি উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।

এর আগে ২ ফেব্রুয়ারি একই স্থানে ট্রেনে কাটা পড়ে মারা যান এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধ। গত ১১ জানুয়ারি পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় জেলা জজকোর্টের দুজন কর্মচারী মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান।