বিপন্ন গন্ধগোকুল উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। প‌রে বৃহস্পতিবার (৪ মার্চ) প্রাণিটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করে পু‌লিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ মার্চ) দুপু‌রে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের ধূলাউড়া চার তেপতির মোড়ে স্থানীয়রা গন্ধগোকুলটিকে আটক করে। সন্ধ্যায় ৯৯৯ কল দিয়ে বিষয়‌টি পুলিশকে জানায় স্থানীয়রা। সে‌দিনই প্রাণীটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নেয় পু‌লিশ। বৃহস্পতিবার দুপুরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

গন্ধুগোকুলটি বনবিভাগের কাছে হস্তান্তর করছেন কুড়িগ্রামের পুলিশ সুপার

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান,'খবর পেয়ে দ্রুত ফোর্স পাঠিয়ে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বৃহস্প‌তিবার পু‌লিশ সুপার সৈয়দা জান্নাত আরার মাধ‌্যমে প্রাণিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।'

গন্ধ‌গোকুল হস্তান্ত‌রের সময় আরও উপ‌স্থিত ছি‌লেন বনবিভাগের ফরেস্ট গার্ড নুর ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।