করোনা মোকাবিলায় রংপুরে আট নির্দেশনা

করোনা সংক্রমণ মোকাবিলায় রংপুরে ১৬ দিনের জন্য আটটি নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে রংপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি, জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস মোকাবিলায় ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রংপুরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরনের জনসমাগম বন্ধ থাকবে। বিয়ে-জন্মদিনসহ যে কোনও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। পর্যটন ও বিনোদন কেন্দ্রে যে কোনও প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সকল ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে।

গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারন ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।  স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাসমূহে ধারন ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসঙ্গে প্রবেশ বা অবস্থান করতে পারবে না এবং এসব স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ঘরের বাইরে এবং জনসমক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার স্বাস্থ্য অধিদফতর ৩১ জেলাকে করোনা সংক্রমণে উচ্চ ঝূঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রংপুর ও নীলফামারী জেলা রয়েছে।

আরও পড়ুন-

৩১ জেলায় করোনার উচ্চ সংক্রমণ