রাজেন্দ্র কলেজের রুকসু ভবন ১১ মাস পর উন্মুক্ত

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ ভবন ‘রুকসু ভবন’ পুলিশ সুপারের নির্দেশে বন্ধ করা হয়। আবার পুলিশ সুপারের নির্দেশেই দীর্ঘ প্রায় ১১ মাস পর ভবনটি খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর ভবনটি জেলা ছাত্রলীগ কার্যালয় হিসেবে ব্যবহার করছে।

গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রুকসু ভবনে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা লেখা সম্বলিত একটি সাইনবোর্ড টাঙানোর মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

জানা গেছে, বর্তমানে এই কলেজের ছাত্র সংসদ কার্যকর নেই। গত বছর জুন মাসের প্রথম থেকে ভবনটি তালাবদ্ধ করে বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর গত বুধবার (২৮ এপ্রিল) ভবনটি উন্মুক্ত করা হয়।

রুকসুর সাবেক ভিপি অনিমেষ রায় বলেন, রুকসু ভবন ও রাজেন্দ্র কলেজ সর্বজনীন সম্পত্তি। এটি কারও কোনো দলীয় সম্পত্তি নয়। ছাত্রলীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন। দলীয় কর্মকাণ্ডে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়-ই ব্যবহার করতে পারে।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দল থেকে বহিষ্কৃত হওয়ার প্রেক্ষাপটে চলতি বছরের ১ জানুয়ারি ভেঙে দেওয়া হয় জেলা কমিটি। গত ১৯ জানুয়ারি ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটির সভাপতি করা হয় তানজিদুল রশিদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক করা হয় মো. ফাহিম আহমেদ’কে। এ কমিটি গঠনের পর থেকে তারা ভালো কাজের মাধ্যমে জেলাজুড়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান জানান, জেলা ছাত্রলীগের কর্মকাণ্ড বরাবরই ওই ভবন (রুকসু) থেকে পরিচালিত হয়ে আসছিল। জেলা ছাত্রলীগের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই। এ জন্য স্যারকে (অধ্যক্ষ) বলে অনুমতি নিয়ে আমরা দলীয় কার্যালয় হিসেবে রুকসু ভবনটি ব্যবহার করছি। ময়লা আবর্জনা পরিষ্কার করে ভবনটি ব্যবহার করা শুরু করেছি।

তিনি আরও বলেন, ‘রুকসু ভবনের শীর্ষে ছাত্রলীগের সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা সেটি অপসারিত করে ফেলব।’

এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী বলেন, গত বছরের জুন মাসে ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানের পর রুকসু ভবনটি তালাবন্ধ করে রাখা হয় পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের অনুরোধে। গত বুধবার পুলিশ সুপারের নির্দেশেই রুকসু ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা হিসেবে সাইনবোর্ড টাঙিয়েছে, এটি আমি ফেসবুকে দেখেছি।

প্রসঙ্গত, রাজেন্দ্র কলেজের সবশেষ সংসদ নির্বাচন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় ২০২০-২১ সালে রুকসু নির্বাচন বন্ধ থাকে। গঠনতন্ত্র অনুযায়ী, রুকসুর নির্বাচন পরবর্তী বছর অনুষ্ঠিত না হলেও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় কমিটি।