ভারতীয় আমে বাজার সয়লাব, নাগালের বাইরে দাম

রমজানে ইফতারিতে ফলমূলের বেশ চাহিদা থাকে কিন্তু এখনো দেশিয় আম বাজারে না আসায় সেই সুযোগে দিনাজপুরের হিলিতে ভারতীয় আমে বাজার সয়লাব হয়ে গেছে। নানা নামে নানা বর্ণের আম শোভা পাচ্ছে দোকানগুলোতে। তবে দাম বেশি হওয়ায় সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে রয়েছে।

মঙ্গলবার (৪ মে) সরেজমিনে হিলি বাজারের বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, প্রায় সবকটি দোকানেই চমকপ্রদ রঙের আম শোভা পাচ্ছে, যার সব ভারতীয়। বিচিত্র এই আমের মধ্যে রয়েছে সুন্দরী, গোলাপ খাস, বেগমফুলি। এসব আম ১৮০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আম কিনতে আসা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে ইফতারিতে ফলমূলই প্রাধান্য পায়। বাজারে নতুন ফল আম উঠেছে তাই নিতে এসেছি। তবে দামটা একটু বেশি। এখনো যেহেতু দেশিয় আম উঠেনি, এই সুযোগটাই নিচ্ছে ব্যবসায়ীরা।

হিলি বাজারের ফল বিক্রেতা সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে ইফতারির জন্য ফলমূলের বেশ চাহিদা থাকে। কিন্তু এখনো দেশিয় আম না উঠায় স্থানীয়ভাবে সীমান্ত দিয়ে চোরাইভাবে কিছু ভারতীয় আম আসছে; যেগুলো আমরা টোকাইদের নিকট থেকে ক্রয় করে দোকানে বিক্রি করছি। যারা নিয়ে আসছে তাদের লাভ মিলিয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে আমাদের, এজন্য দাম বেশি। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে দেশি আম বাজারে উঠলেই দাম কমে যাবে।