শুভকে গ্রেফতারের পর মিললো ছয়টি চোরাই মোটরসাইকেল

রংপুর নগরীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাই ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৫ জুন) বেলা সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জানান, গত ৪ মে ভোরে নগরীর চালআমোদ সিঙ্গার গলি এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নগরীর পশুরাম এলাকা থেকে শুভ আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যে নগরীর ধাপ কটকিপাড়া এলাকার সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাজু পুলিশকে জানায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শুভ আহমেদ।

তিনি বলেন, এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রবিউল হাসান, আব্দুল বাতেন, রবিউল ইসলাম ও হাসান আলী তুহিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মারুফ হোসেন বলেন, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতো। তাদের একটি সিন্ডিকেট আছে। সিন্ডিকেট নেতৃত্ব দেয় শুভ আহমেদ। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে। তাদের সহযোগীদেরও গ্রেফতার করা হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চুরি যাওয়া ছয়টি মোটরসাইকেল উদ্ধার করেছি। চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।