আলু চাষিদের বিক্ষোভের মুখে হিমাগারের অতিরিক্ত ভাড়া প্রত্যাহার

আলু চাষিদের বিক্ষোভের মুখে হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করেছেন কুড়িগ্রামের হিমাগার মালিকরা। শনিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে হিমাগার মালিক পক্ষ ও আলু চাষিদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত আলু চাষিদের প্রতিনিধি এবং আলু চাষি ও ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়নে গঠিত আহ্বায়ক কমিটির নেতা শাহ্ আলম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে হিমাগারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন আলু চাষিরা।

আলু চাষিদের প্রতিনিধি শাহ্ আলম মোস্তফা বলেন, শনিবার বিক্ষোভ কর্মসূচির পর আলু চাষি ও ব্যবসায়ীদের ডেকে পাঠান জেলার এ হক হিমাগারের মালিক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এমপির বাসায় আলু চাষিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হিমাগারের বর্ধিত ভাড়া ৩৩০ টাকা বাতিল করা হয়। তবে আগের ভাড়ার চেয়ে ১০ টাকা বাড়িয়ে বস্তাপ্রতি ২৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। কমিশন বাদ দিলে এই ভাড়া ২০০-২৩০ টাকা পর্যন্ত হবে।

শাহ্ আলম মোস্তফা বলেন, আলু চাষিদের আন্দোলন এবং গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতার ফলে হিমাগার মালিকরা বর্ধিত ভাড়া বাতিল করতে বাধ্য হয়েছেন। এতে করে কৃষকদের জয় হয়েছে, কৃষির জয় হয়েছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ।

এ ব্যাপারে মোস্তফা কোল্ড স্টোরেজের মালিক গোলাম মোস্তফা বলেন, এমপি সাহেব আলু চাষিদের সঙ্গে বৈঠক করে যে সিদ্ধান্ত দেবেন সেটাই কার্যকর হবে।