হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (১৫ জুন) থেকে দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এজন্য দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দিনাজপুর সদর উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে সদর উপজেলায় ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন (বিধিনিষেধ) আরোপ করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকার মধ্যে সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো লকডাউন চলার সময় পর্যন্ত স্থগিত করা হলো। লকডাউন শেষে অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, স্থগিত করা পরীক্ষাগুলো পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব নতুন প্রকাশিতব্য রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।’