নাটোরে বিধিনিষেধ আরও ৭ দিন বাড়লো

করোনাভাইরাস সংক্রমণের হার না কমায় নাটোরের সদর ও সিংড়া পৌরসভায় চলমান বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৫ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আদেশ জারি করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।

জেলা প্রশাসকের কার্যালয়ে হওয়া এ সভায় মো. শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

এর আগে ৯ থেকে ১৫ জুন পর্যন্ত এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো। এর মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের সভায় বলা হয়, বিধিনিষেধ আরোপের পর জেলা, পুলিশ ও স্বাস্থ্য প্রশাসন বিধিনিষেধ সফল করতে নানা ব্যবস্থা নেয়। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযান চালানো হয়। বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়। তারপরও মানুষ সচেতন না হওয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। বরং খারাপের দিকে যাচ্ছে। তাই আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে।