মুক্তিযুদ্ধের চেতনা লালন না করলে দেশপ্রেম জাগবে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারে সেজন্য স্বাধীনতার স্মৃতি ও ইতিহাস আমাদের লালন ও ধারণ করতে হবে। পূর্বে স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা লালন করতে না পারলে দেশপ্রেম জাগ্রত হবে না।

বৃহস্পতিবার (১৭ জুন) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে উপলক্ষে নবনির্মিত ‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরালের উদ্বোধনকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রান্তে এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরালে ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা যুদ্ধ চিত্রায়ন করা হয়েছে। মাঝে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। একপাশে কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’ অন্যপাশে কবি সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতা দুটি স্থান দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।