হিলি দিয়ে ভারতফেরত ৯ জন করোনা পজিটিভ

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতফেরত আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। তারা প্রশাসনের তত্ত্বাবধানে বাধ্যতামূলক ১৪দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। এ নিয়ে হিলি দিয়ে দেশে ফেরা সর্বমোট ৯ জনের দেহে করোনা শনাক্ত হলো। শুক্রবার (১৮ জুন) সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। গত ১৯ মে থেকে ১৭ জুন পর্যন্ত গত ৩১ দিনে হিলি দিয়ে ২৫৫ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করায় ও পুনরায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় ১৫৩ জনকে বাড়িতে পাঠানো হয়েছে।

ইউএনও আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গত ১৯ মে থেকে চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরছেন। প্রত্যেক পাসপোর্ট যাত্রীকে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি)নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে তাদের দেশে প্রবেশ করতে হচ্ছে। দেশে প্রবেশের পর প্রতিটি যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। রিপোর্ট নেগেটিভ আসলে কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাদেরকে প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে ১৪দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারা অসুস্থ অবস্থায় ফিরছেন তাদের বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। আর যাদের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে, তাদের নির্ধারিত আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে।