আদালতের আদেশ কার্যকরে বাধা, ইউপি চেয়ারম্যানকে তলব

দেওয়ানি আদালতের নির্দেশে ডিক্রিকৃত নালিশি জমিতে সরেজমিন দখলের কাজে বাধা দেওয়ায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রজ্জাক মিলনকে তলব করেছেন আদালত। সোমবার (২৮ জুন) সহকারী জজ আদালতের (চিলমারী) সহকারী জজ মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, চিলমারীর সহকারী জজ আদালতের একটি মামলায় (মোকদ্দমা নং-অন্য ডিং ০১/২০২১) ডিক্রি জারি হলে আদালতের নির্দেশে গত ২৭ ফেব্রুয়ারি সালিশি জমির দখল বুঝিয়ে দিতে থানাহাট ইউনিয়নে যান আদালতের সিভিল কোর্ট কমিশনার মো. আখতারুজ্জামান। ৩০ শতক জমির দখল বুঝিয়ে দিতে তিনি ওই জমিতে গেলে চেয়ারম্যান দলবলসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কাজে বাধা দেন। এ সময় চেয়ারম্যান কোর্ট কমিশনারের সঙ্গে থাকা ব্যাগ এবং মোটর সাইকেলের চাবি কেড়ে নেন এবং তাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় কোর্ট কমিশনার তার ব্যাগ ও মোটরসাইকেলের চাবি ফেরত পেলেও আদালতের আদেশ অনুযায়ী ডিক্রিকৃত নালিশি জমির দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হন। পরে তিনি ফিরে এসে বিষয়টি লিখিতভাবে আদালতের নজরে আনেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত সোমবার (২৮ জুন) থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে তলবের আদেশ দেন।

কোর্ট নোটিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা প্রদানের জন্য ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হবে না তা জানাতে চেয়ারম্যানকে তলব করেছেন আদালত। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে চেয়ারম্যানকে সশরীরে হাজির হয়ে লিখিত কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

বেঞ্চ সহকারী জানান, আদালতের নেজারত বিভাগের মাধ্যমে নোটিশ জারির ব্যবস্থা নেওয়া হয়েছে।