৪ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- ইয়াকুব আলী (৭০) ও তার ছেলে আজগর আলী (৫৫)। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে তাদের মৃত্যু হয়। আজগর আলীর খালাতো ভাই ও হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইয়াকুব আলীর বাড়ি হরিপুর উপজেলার দনগাঁওয়ের গ্রামে। উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আজগর আলী। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৫ জুন জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান ইয়াকুব আলী। এ সময় তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। পরে পরিবারের লোকজন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

পাঁচ দিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর নমুনা দেওয়া হয় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। পরে আজগর আলীকে আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান বলেন, ‘করোনা পজিটিভ হলে প্রথমে আমার খালু ইয়াকুব আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক এর পাঁচ দিন পর আমার খালাতো ভাই আজগর আলীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে খালু কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিপুরের বাসায় ফিরেই হঠাৎ মারা যান তিনি। এর চার ঘণ্টা পর খবর আসে আজগর আলীর অবস্থা ভালো না। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৯ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫ জন এবং মারা গেছেন ৮৩ জন।