নীলফামারীতে ৬ চীনা নাগরিক করোনায় আক্রান্ত

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৩৯ জনের মৃত্যু হলো। একই সময়ে ছয় চীনা নাগরিকসহ ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া রমজান আলী ডোমার উপজেলার উত্তর আমবাড়ি প্রামাণিক পাড়ার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন তিনি। নমুনায় পরীক্ষায় করোনা শনাক্ত হলে বুধবার (০৭ জুলাই) রাতে তার মৃত্যু হয়। 

বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৪১৯ জন করোনা রোগী। এদের মধ্যে জেলার জেনারেল হাসপাতালে ৩৪ জন, সৈয়দপুর উপজেলা হাসপাতালে সাত জন, ডোমার উপজেলা হাসপাতালে একজন, হোম কোয়ারেন্টিনে ৩৬০ জন ও ১৭ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৩৬টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৭ দশমিক ৩৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে শহরের কলেজ সড়কের ভাষাসৈনিক সমেলা রহমান (৮৩) ও উত্তরা ইপিজেডের ছয় চীনা নাগরিক রয়েছেন।