আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো: জিএম কাদের

লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো। এ জন্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দলের চেইন অব কমান্ড সবাইকে  মেনে চলতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে হবে। দলের নেতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। 

রবিবার (২২ আগস্ট) বিকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিটি করপোরেশনের কাউন্সিলরা সদর-৩ আসনের এমপি সাদ এরশাদের নাম উল্লেখ না করে সমালোচনা করেছেন। এ সময় জিএম কাদের উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, সব ভেদাভেদ ভুলে রংপুরের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে রংপুরের মানুষ জীবিত রেখেছেন। এ জন্য আমরা সৌভাগ্যবান। জাতীয় পার্টি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ দল। হাঁটি হাঁটি পা পা করে দলটি এগিয়ে যাচ্ছে। উত্তরঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে নিজের দল মনে করেন।

সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ড কাউন্সিলররা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ।