X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ১৬:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬:৩৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। গ্রামগঞ্জের মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। আমাদের সবার দায়িত্ব, অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এটিই আমার আহ্বান।’

বৃহস্পতিবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সরকারের কাছে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি করে জিএম কাদের এ সময় বলেন, ‘দেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। সারের দাম বিশ্ববাজারে অর্ধেকে নেমে আসার পরেও সরকার করোনার অজুহাত দেখিয়ে তা দ্বিগুণ করেছিল। এখনও কমানো হয়নি। ফলে ফসল উৎপাদনে খরচ বাড়ছে, কিন্তু সেই হারে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক।’

তিনি বলেন, ‘শহরের মানুষকে অনেক বেশি দামে তরিতরকারি কিনতে হচ্ছে। একটা সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে নিজেদের পকেট ভারী করছে। কিন্তু প্রকৃত কৃষক যারা সব্জি উৎপাদন করেন, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না।’  

উপজেলা নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি তাদের দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের আইন করেছিল। এবার অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলীয় প্রতীক ব্যবহার করবে না।

‘নির্বাচনে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করি না। সরকারের উচিত অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। তিন-চার জন করে প্রার্থী দিলে নির্বাচন ভালো হয় না। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেই নির্বাচনকে ভালো বলাও যায় না।’

মতবিনিময় কালে মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জিএম কাদের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
জাতীয় পার্টির বর্ধিত সভা শুরু
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে