X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ১৬:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬:৩৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। গ্রামগঞ্জের মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। আমাদের সবার দায়িত্ব, অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এটিই আমার আহ্বান।’

বৃহস্পতিবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সরকারের কাছে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি করে জিএম কাদের এ সময় বলেন, ‘দেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। সারের দাম বিশ্ববাজারে অর্ধেকে নেমে আসার পরেও সরকার করোনার অজুহাত দেখিয়ে তা দ্বিগুণ করেছিল। এখনও কমানো হয়নি। ফলে ফসল উৎপাদনে খরচ বাড়ছে, কিন্তু সেই হারে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক।’

তিনি বলেন, ‘শহরের মানুষকে অনেক বেশি দামে তরিতরকারি কিনতে হচ্ছে। একটা সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে নিজেদের পকেট ভারী করছে। কিন্তু প্রকৃত কৃষক যারা সব্জি উৎপাদন করেন, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না।’  

উপজেলা নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি তাদের দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের আইন করেছিল। এবার অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলীয় প্রতীক ব্যবহার করবে না।

‘নির্বাচনে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করি না। সরকারের উচিত অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। তিন-চার জন করে প্রার্থী দিলে নির্বাচন ভালো হয় না। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেই নির্বাচনকে ভালো বলাও যায় না।’

মতবিনিময় কালে মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জিএম কাদের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
বাদ পড়ছেন চুন্নু, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের
সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে: জিএম কাদের
বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা ঈদুল আজহা: জিএম কাদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে