সীমান্ত এলাকা থেকে ২৩টি ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ ও সংগঠন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আসা ২৩টি ভারতীয় গরু উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার ওই সীমান্ত এলাকার দুটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক বাজার মূল্য নয় থেকে দশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম নামে তিন চোরাকারবারি ভারত থেকে এই গরু পাচার করে আনে। গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ওই তিন জনের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গরুগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ওই তিন চোরাকারবারির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধার গরুগুলোর আইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।’