বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। 

রবিবার (২৯ আগস্ট) দুপুরে বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর ৮৪৩-৮৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের লাশ কোথায় তা জানা যায়নি।

নিহতরা হলেন—ইউনুস আলী (২৮) ও সাগর (২৭)। ইউনুস পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল হোসেনের ছেলে। তবে সাগরের বাড়ি কোথায় তা জানা যায়নি। আহত ব্যক্তির বাড়ি পাটগ্রাম উপজেলা সদরে। তার নামও জানা যায়নি।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর নুর উদ্দিন জানান, রবিবার ভোর ৪টার দিকে সীমান্তে তিনটি গুলির শব্দ পেয়েছি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।