‘উৎপাদনের’ এক বছর আগেই বাজারে পাউরুটি

দিনাজপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অভিযানকালে শহরের একটি বেকারিতে দেখা যায়, পাউরুটি উৎপাদনের তারিখ সাত সেপ্টেম্বর ২০২২ সাল লেখা। এ ঘটনায় বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের চারটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দিনাজপুর শহরের পুলহাট এলাকায় অবস্থিত মা বেকারির কারখানা থেকে পাউরুটির মেয়াদ ‘২০২২ সালের ৭ সেপ্টম্বর’ উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল। অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

পরে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়িতে অবস্থিত শহরের দিলশাদ হোটলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় মিষ্টির সিরায় মৌমাছি ও দই তৈরির জায়গায় বিড়ালের বিচরণ উপস্থিত পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত দিলশাদ হোটেলের মালিক মাজেদর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। 

এছাড়া শহরের ৩নং উপশহর এলাকার উৎসব বেকারিকে ১০ হাজার টাকা এবং খোদমাধবপুর এলাকায় একটি মুড়ির মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জেহাদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।