গরু পাচারকালে বিএসএফের গু‌লি‌তে ভারতীয় নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলা‌দে‌শে গরু পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (‌বিএসএফ) গু‌লি‌তে মোহাম্মদ আলী (২০) নামের ভারতের এক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গে‌ছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের কাছে ঘটনাটি ঘটে।

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, ‘বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। ত‌বে এ বিষয়ে বিএসএফের পক্ষ থে‌কে কোনও বক্তব্য পাওয়া যায়‌নি।’

জানা গেছে, নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুরান দিয়ারা থানাধীন পুরান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছে‌লে।

সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার রা‌তে ভারতীয় কাঁটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশে কাঁটাতা‌রের বেড়া পে‌রি‌য়ে বাংলাদেশের দি‌কে ঢুকে পড়েন মোহাম্মদ আলী। পরে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবা‌রি দল সীমান্ত প‌থে ভারতীয় গরু বাংলাদেশে পাচার করে। এ সময় ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে লাশ উদ্ধার করে ‌নি‌জে‌দের ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান স্থানীয়‌দের বরাত দি‌য়ে বলেন, ‘সম্ভবত বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে ‌বিএসএফ। তবে ঠিক কী কারণে গুলি করেছে, তা আমার জানা নেই।’