সাবেক এমপি ভারতী নন্দী আর নেই

দিনাজপুরের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেত্রী ভারতী নন্দী সরকার মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে ভারতী নন্দীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের ফুলতলা শ্মশান ঘাটে গার্ড অব অনার শেষে ভারতী নন্দীর শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারতী নন্দীর স্বামী প্রয়াত মিহির কুমার সরকার ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছেলে শেখর কুমার সরকার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আরেক ছেলে শিমুল কুমার সরকার সরকারি চাকরিজীবী।

১৯৯৬-২০০১ সালে বৃহত্তর দিনাজপুরের সংসদ সদস্য ছিলেন ভারতী নন্দী। এর আগে ১৯৭৪-১৯৭৮ সালে দিনাজপুর পৌরসভার প্রথম সাবেক মহিলা কমিশনার ছিলেন। ২০০১ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদকসহ কেদ্রীয় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদেও তিনি দায়িত্ব করেছেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রসিডিয়াম সদস্য ছিলেন। এ ছাড়া দিনাজপুর সেন্ট জোসেফস স্কুলের সাবেক শিক্ষক তিনি। 

ভারতী নন্দী সরকারের মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন।