একঘণ্টার এএসপি মন্দিরা রায়

একঘণ্টার জন্য দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হয়েছেন জেলার সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মন্দিরা রায়। সোমবার (১১ অক্টোবর) দুপুর থেকে এক ঘণ্টার জন্য দিনাজপুর কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করে এ স্কুলছাত্রী।

গার্লস টেকওভার ২০২১ প্রোগ্রামের আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের আয়োজনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এ সময় কোতোয়ালি থানার অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন। চিলড্রেন টাস্কফোর্সের সভাপতি তাবাসসুম নুসরাত তানু, সাধারণ সম্পাদক মাফতাহাল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

mondira2

সুজন সরকার বলেন, ‘এ ধরনের কার্যক্রম করলে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের স্বপ্ন জাগরিত হবে। তারা ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। এমন আয়োজন সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে।’

মন্দিরা রায় বলেন, ‘আমি আজকে খুবই খুশি। আমি কাউকে বলতে পারবো না এ খুশি কতটুকু। ছোট থেকেই স্বপ্ন ছিল পুলিশ কর্মকর্তা হবো। এই স্বপ্নকে লালন করে পুলিশের কর্মকর্তা হয়ে সার্বক্ষণিক দেশ সেবায় নিয়োজিত থাকবো।’