শোডাউন নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ইনসান আলী (৩৯) নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ওই প্রার্থীকে জরিমানা করেন। ইনসান আলী তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং তিনি জাতীয় শ্রমিক লীগ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাসহ বিভিন্ন এলাকায় পথসভা করছে। তবে ইনসান আলী লোকবল নিয়ে শোডাউন দিয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ৩১ আইনে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।