মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

গাইবান্ধা সদর উপজেলায় ক্রিকেট ব্যাট দিয়ে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে জিয়াউল হককে (৪৪) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে আসামি জিয়াউল হক আদালতে উপস্থিত ছিলেন। তিনি সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ১৩ জুন জিয়াউল হক তার ছোট ভাইয়ের জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চান। কিন্তু জুবায়ের তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে তাকে মারধর করে জিয়া। এ সময় মা জহুরা বেগম বাঁধা দিলে তার মাথায় ব্যাট দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। জহুরা বেগমকে গুরুতর আহোবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন নুরুল ইসলাম বাদী হয়ে ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর জিয়াউল হককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, আদালতে মামলা চলাকালে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন। এরপর ধার্য তারিখে শুনানি শেষে আজ বিচারক জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দেন।