নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই স‌তি‌ন, জিতলেন না কেউ

তৃতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের একই সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই সতিন। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। তবে দুই জনেই নির্বাচনে হেরেছেন।

তারা হলেন—উপজেলার চন্দ্রখানা বুদারবান্নি গ্ৰামের ফজলু মিয়ার প্রথম স্ত্রী আঙুর বেগম ও তৃতীয় স্ত্রী জাহানারা বেগম। আঙুর বেগম কলম ও জাহানারা বেগম তালগাছ প্রতীকে নির্বাচন করেন।

রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। আঙুর বেগম পেয়েছেন এক হাজার ৭৮০ ভোট। জাহানারা বেগম পেয়েছেন এক হাজার ৮ ভোট। বিজয়ী প্রার্থী আঞ্জুয়ারা পদ্মফুল প্রতীকে দুই হাজার ৯২৫ ভোট পেয়েছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২ সতিন, প্রথম স্ত্রীর পক্ষে স্বামী

ফজলু মিয়া বলেন, ‘আমার তৃতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা নেই। তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের পরিবার, এমনকি এলাকাবাসীরও মত ছিল না। কিন্তু সে না দাঁড়ালে আমার বড় স্ত্রী আঙুর বেগম বিজয়ী হতো। কারণ দুই সতিন নির্বাচনে দাঁড়ানোয় মানুষ একটু মন খারাপ করেছে। তা না হলে কলম মার্কা (আঙুর বেগমের প্রতীক) অনেক ভোট পেয়ে জয়ী হইতো।’ 

আগামীতে জাহানারা বেগম আবারও নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন বলে জানান ফজলু মিয়া।

উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা ম‌মিনুর আলম ব‌লেন, ‘দুই জেনর কেউই ভোটে জয় লাভ করতে পারেননি। তবে তাদের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।’