নারীকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুরে নারীকে কুপিয়ে হত্যা মামলায় কছিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩৯ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার বাগবাড়ি গ্রামের জাফর উদ্দিনের ছেলে কছিম উদ্দিন ঢাকায় একটি সিমেন্ট কারখানার ট্রাকচালক ছিলেন। এ সময় নারায়ণগঞ্জের রোজিনা বেগমের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরমধ্যে রোজিনার সঙ্গে ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে ১৫ দিন থাকেন। জরুরি প্রয়োজনে রংপুরে বাড়িতে যাওয়ার কথা জানান কছিম। রোজিনাও তার সঙ্গে যেতে চান।

২০১৬ সালের ৫ নভেম্বর রোজিনাকে নিয়ে রংপুরে চাচাতো ভাইয়ের বাড়িতে দুই দিন থাকেন কছিম। কছিমের বাড়িতে যাওয়ার জন্য চাপ দিলে রোজিনাকে কাউনিয়া উপজেলার কুর্শা বিলের কাছে নিয়ে যায়। সেখানে কুপিয়ে হত্যা করে তার লাশ বিলে ফেলে পালিয়ে যায় কছিম। তিন দিন পর লাশ ভেসে ওঠে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম ঘটনা তদন্ত করতে গিয়ে কছিম উদ্দিনের মোবাইল ফোন নম্বর পান। পরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে রোজিনাকে হত্যার কথা স্বীকার করে কছিম। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে কছিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলা পরিচালনাকারী আইনজীবী ফারুক আহাম্মেদ জানান, আমরা ন্যায়বিচার পেয়েছি।